প্লাবন শুভ,ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা থেকে দিনাজপুরগামী নওশিন পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫২১১৪) নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে খাদে উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই আরিফ ইসলাম (২৪) নামের এক যাত্রীর মৃত্যুসহ আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।
শুক্রবার (২৫ অক্টোবর) ঘটনাটি ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী-দিনাজপুুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজলার ভিমলপুর মোড়স্থ মির্জা ওভেন ব্যাগ ফ্যাক্টরীর সামনের সড়কে ঘটে।
নিহত যাত্রী আরিফ ইসলাম দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানা হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহনর (ঢাকা-মেট্রো-ব-১৫২১১৪) নামক নৈশকোচের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভিমলপুর মোড় এলাকার মির্জা ওভেন ব্যাগ ফ্যাক্টরীর সামনের সড়কে ব্রিজের সাথে ধাক্কা লেগে সড়কের পার্শ্বে খাদে উল্টে পড়ে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী আরিফ ইসলাম নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খদকার মহিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যাত্রী আরিফ ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করেছে।