ফুলবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): ‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আরম সুমন।

এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা ফাতেমা জোহরা, মুক্তিযেদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়কত আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: এছার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...