ব্যাংক ও আ’লীগের কার্যালয়ে হামলা

ফুলবাড়ীতে একদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

প্লাবন শুভ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অসহযোগ আন্দোলন সফল করতে দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে আওয়ামীলীগের কার্যালয়সহ কার্যালয়ের উপরে থাকা দুটি ব্যাংক ও কর কমিশনারের কার্যালয়ে হামলা-ভাংচুর। এতে বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হন।

সাধারণ ছাত্রদের পক্ষে থেকে হামলা করা হয়নি, কোনো তৃতীয়শক্তি আমাদের মাঝে ঢুকে এ হামলা করেছে বলে দাবি, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় নিমতলা মোড়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচি স্থানে পুলিশ, বিজিবিসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। এমনি কি হামলার সময়েও ছিলেন না, কেনো আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ এই সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। তাছাড়া সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে কম সংখ্যক যানবাহন চলাচল করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে পৌরএলাকার নিমতলা মোড়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভটি ঢাকামোড়ে প্রদক্ষিণ শেষে পুনরায় নিমতলামোড়ে এসে শেষে হয়। এ সময় নানা স্লোগান দিতে থাকে তারা।

এদিকে সকাল ১০টায় মন্ত্রী মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন উপজেলা আওয়ামীলীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পরে পৌনে ১২টায় আন্দোলনকারীদের মধ্যে একটি গ্রুপ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে নানান স্লোগান দিতে থাকে। এসময় আন্দোলনকারীদের মধ্যে থেকে দলীয় কার্যালয়ের দিকে ইট পাটকেল ছুটতে থাকলে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন। এসময় দলীয়সহ মন্ত্রী মার্কেটের দ্বিতীয় থাকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, তৃতীয় তলায় থাকা অগ্রণী ব্যাংক লিমিডেট ও চতুর্থ তলায় থাকা উপ-কর কমিশনার কার্যালয়ের সামনের গ্লাস ও সাইনবোর্ড ভাংচুর করেন আন্দোলনকারীদের একটি অংশ। এছাড়াও পার্শ্বে থাকা হোটেল ইডেনের কিছু গ্লাস ভাঙ্গা হয়েছে।

এদিকে দুটি ব্যাংক ও কর কমিশনার অফিসের কি কি ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পরে বিজিবি সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী। এদিকে উত্তরা ব্যাংক লিমিটেডের পার্শ্বে অবস্থান নিতে দেখে গেছে থানা পুলিশকে।

বিশাল হক, রাকিবুল ইসলাম, ফাহিম আহম্মেদ ও স্মরণসহ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি। আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আন্দোলন করছি। আমরা কোনোপ্রকার সহিংসতা কিংবা যানমালের ক্ষয়ক্ষতির উদ্দ্যোশে আন্দোলন করছি না। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করছি। কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে তৃতীয়শক্তি ঢুকে বিভিন্ন সহিংসতার অপচেষ্টা করছে। আমরা নিমতলামোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলাম কিন্তু এখানে একটি গ্রুপ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায় এবং পরে তারা সেখানে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়।

তারা আরো বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী কোনোভাবেই এই সহিংসতার সাথে লিপ্ত না। আমাদের ব্যানারে ঢুকে যদি কোনো দলের, অন্য মতের কোনো ব্যক্তি সহিংসতা ঘটায় এর দায়দায়িত্ব কোনোভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এসময় শিক্ষার্থীদের একটি অংশ দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে আসে এবং নানান স্লোগান দিতে থাকে। পরে আমরা পিছিয়ে গেলে আমাদের ওপর অতর্কিত ইট পাটকেল ছুঁড়তে থাকে আন্দোলনকারীরা। পরে আমরা সুরক্ষিত স্থানে সরে যাই। এ হামলায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অপশক্তি ঢুকে সহিংসতা সৃষ্টি করেছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে, সুযোগ নিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এক অপশক্তি। তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও পড়ুন...