প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যান্সারে আক্রান্ত ১৩ জনের মাঝে সরকারের সহায়তার অর্থেও চেক গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিনার (ভূমি) কানিজ আফরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলমা ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আল মামুন চৌধুরী প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের সুপারিশক্রমে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তা রাজস্ব খাত থেকে ফুলবাড়ী উপজেলার ১৩ জন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ওই অর্থের চেক রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাতে করে তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে পারেন।
পিবিএ/প্লাবন শুভ/এসডি