ইউনুছ আলী আনন্দ,পিবিএ কুড়িগ্রাম: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার ও ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মইনুল হক।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩ চেয়ারম্যান প্রার্থীসহ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিবিএ/ইএএ/জেডআই