ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা স্বকল্প সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় পৌরএলাকার কাটাবাড়ীস্থ ডি.কে ক্লাবে আয়োজিত সহায়ক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বকল্প সোসাইটির সভাপতি তোজাম্মেল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বকল্প সোসাইটির পরিচালক মো. আব্দুল কাইয়ুম।শেষে আনুষ্ঠানিকভাবে ৬ জন শারিরীক শিশু প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ৭ জন ব্যক্তিকে ক্র্যাচ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...