প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১২ প্রজাতির শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়েজিত বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
শেষে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে শাক ও সবজির বীজ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, খরিপ-২ মৌসুমে উপজেলার প্রতি ইউনিয়নের ১০ জন করে ৭টি ইউনিয়নের ৭০ জন প্রান্তির কৃষকের মাঝে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রতি কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম প্রদান করা হয়েছে।
পিবিএ/এসডি