পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও অবৈধ যানবাহন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান
ফুলবাড়ী পৌরএলাকার ঢাকামোড়, রেলঘুমটি, নিমতলামোড়, চৌধুরী মোড়, ননীগোপলমোড়সহ পৌরবাজারেও অভিযান পরিচালনা করে দেড় শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা স্বাস্থ্যবিধি সংক্রমণ আইনে, মাদকদ্রব্য আইনে ও লাইসেন্সবিহীন ট্রাক্টর, নছিমন-করিমন ও মোটরসাইকেলের জরিমানা আদায় করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় ও সামাজিক দূরত্ব না মানাসহ লাইসেন্স বিহিন ট্রাক্টর, নছিমন-করিমন ও মোটরসাইকেলে আটক করে জরিমানার আওতায় আনা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পিবিএ/প্লাবন শুভ/এসডি