ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় দিবসটি পালনের জন্য পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক রতন, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

প্লাবন শুভ/বিএইচ

আরও পড়ুন...