ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

পিবিএ, কুড়িগ্রাম : প্রথম ধাপে স্থগিত হওয়া ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারী ও নিরাপত্তার মধ্যে ভোটার উপস্থিতি কম হলেও রোববার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে।

সকাল ১০ টার দিকে বয়ে যাওয়া বৃষ্টি উপেক্ষা করে এখানকার ভোটার কেন্দ্রে এসে তাদের পছন্দেও প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। এ সময় আলোর সল্পতার কারণে বৃষ্টি চলাকালীন সময় বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে ভোট নিতে হয়েছে কেšদ্র কর্তৃপক্ষকে।

এ উপজেলার ছয়টি ইউনিয়ন নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী, বড়ভিটা, ভাঙ্গামোড় ও কাশিপুরের মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৭ ভোটারের মধ্যে ৫২ টি কেন্দ্রে ভোট প্রয়োগে এ নির্বাচন শুরু হয়। এ উপজেলায় পুরুষ ভোটার রয়েছে ৬২ হাজার ৩৫৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ৬৪ হাজার ১৪৪ জন। এখানে ৫২ কেন্দ্রের মোট ভোট ক্ষ রয়েছে ৩৫০ টি, অস্থায়ী কক্ষ রয়েছে ৬০ টি।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়াম্যান (পুরুষ) প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী ৪ জন। এরা হলেন-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আতারউর রহমান শেখ (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী আব্দুল লতিফ (তালা), উত্তম কুমার মোহন্ত (নলকুপ), মমিনুল ইসলাম (টিয়া), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী রোকসানা বেগম বিউটি (হাঁস), আর্জিনা খাতুন (ফুটবল), পারুল বেগম (কলস), জান্নাতী বেগম (বৈদ্যুতিক ফ্যান) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকীব বলেছেন, আমরা ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু অবাধ করতে সকল প্রকার প্রস্তুতি নিয়েছি। এখানকার মোট ৫২ টি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়াও ১৮ জনের মতো দায়িত্বরত এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট রয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পরভীন বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে একটি উপজেলা ফুলবাড়ীতে উপজেলা নির্বাচন হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষ করার জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছে। ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম বলেছেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনটি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। এ নির্বাচন ঘিরে এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সুযোগ দেয়া হবেনা। এরপরও কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করওে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...