ফুলে ফুলে ভরে গেছে চারদিক। তবে পলাশ,শিমুল না ফুটলে তো বসন্তের ফাগুন ঝরা আগুনের তেজই অসম্পূর্ণ থেকে যায়। পাবনার বেড়া উপজেলার চারদিকে এখন শিমুলের লাল আগুন। কখনো গাছ থেকে টুপ করে খসে পড়ছে সেই লাল ফুল। সোনালি আলোয় লাল টুকটুকে শিমুল ফুলের সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয় সহজেই। ছবিটি পাবনা বেড়া উপজেলার মোহনগঞ্জ থেকে তোলা। সোমবার, ২ মার্চ। ছবি : পিবিএ/অলোক কুমার আচার্য

Exif_JPEG_420

আরও পড়ুন...