ফেনীতে অটিস্টিক প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

feni-pba
পিবিএ,ফেনী: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অটিস্টিক ও প্রতিবন্ধি শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ী প্রতিবন্ধি শিশুদের হাতে পুরুস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী।

ফেনী জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মনোনীত জেলা ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ, ফেনী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক প্রতিবন্ধি, ফেনী প্রতিবন্ধি কমপ্লেক্সের সভাপতি লোকমান হোসেন ভূইয়া, শিশুদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগন।

জানা যায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলার প্রায় শতাধিক প্রতিবন্ধি শিশু প্রতিযোগী ১০টি ইভেন্টে অংশ গ্রহন করে।

পিবিএ/জেকে/হক

আরও পড়ুন...