পিবিএ,ফেনী: বাংলাদেশ ইসলামি আন্দোলনের শ্রমিক সংগঠন ইসলামি শ্রমিক আন্দোলন মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
বুধবার দুপুরে ইসলামি শ্রমিক আন্দোলনের র্যালীটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ট্রাংক রোডের দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সভাপতিত্বে মাওলানা আবদুল মতিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলনের জেলা সভাপতি কাজী মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মাওলানা ইকরামুল হক ভূঞাঁ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল লতিফ, মাকছুদুর রহমান মিয়াজী, আবদুল হাই সুমন প্রমুখ।
সবশেষে সারাবিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ ইসলামি আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/জেডকে/হক