ফেনী‌তে এম-ট্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মো: এনামুল হক,স্টাফ রি‌পোটার: ফেনী‌তে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পেইন ক‌রে‌ছে মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)।

শুক্রবার (২০‌ সে‌প্টেম্বর) সকা‌লে ফেনীর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক‌্যম্পেইন অনু‌ষ্ঠি হয়।

এ‌তে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল টেকনোলজিষ্টদের সমন্বয় ডা:মেহেদী হাসান, ডা: কামরুজ্জামান, ডা: রাহুল মজুমদার, ডা:একে জিলানি,ডা: আসিফ তাইজ, দন্ত‌ চি‌কিৎসক আইনুল হক ও মো:হাফিজুর রহমান প্রায় ৫শত স্থানীয়দের মা‌ঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় এম-ট্যাবের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুছা লিটন এম-ট্যাবের মহাসচিব বিপ্লুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো: হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব দবীর উদ্দিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

এম-ট্যাবের মহাসচিব বিপ্লুজ্জামান বিপ্লব বলেন, দেশ নায়ক তা‌রেক রহমা‌নের ‌নি‌র্দেশেনা মোতা‌বেক ফেনী‌তে বন‌্যাদুর্গত এলাকায় স্বাস্থ‌্য সেবায় মেডিকেল টেকনোলজিষ্ট (এম-ট‌্যাব)`র কেন্দ্রীয় ক‌মি‌টি মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পেইনের আ‌য়োজন ক‌রেছে। এ‌তে ৫শত দুর্গত‌কে সেবা প্রদান করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

এ কে এম মুছা লিটন`র নেতৃ‌ত্বে অন‌্যান‌্যদের মা‌ঝে এম-ট্যাবের কাজী মাসুম, সাঈদ সিদ্দিকী, মামুনুর রশিদ,মো:জহিরুল ইসলাম মোহন, বেলায়েত হোসেন, নুরুল মামুন, জাহাঙ্গীর আলম, মো:ফয়সাল,মর্তুজা আলী,জসিম উদ্দিন, এমদাদহোসেন, আমিনুল ইসলাম, গোলাম মাওলা মুন্না, আবু সাঈদ, হেলাল উদ্দিন, আতিকুর রহমান বাপ্পী ও আব্দুর রউফ উপ‌স্থিত ছি‌লেন।

চি‌কিৎসা সেবা পে‌য়ে উপকার ভো‌গীরা স‌ন্তোস প্রকাশ ক‌রে এম-ট‌্যা‌বের উত্তর উত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

আরও পড়ুন...