পিবিএ,ফেনী: ফেনীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ জান্নাত এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান জব্দ ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৭ এর সদস্যরা ।শুক্রবার (১২ জুলাই)শহরতলির মহিপাল খায়ের রেস্তোরা এন্ড কাবাব হাউস এর সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা কাভার্ড ভ্যানটিকে র্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিন গাজীপুর গ্রামের মোঃ মোহাব্বর প্রধানের ছেলে মোঃ গোলাম রাব্বানী (৩৮)ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছাতুয়া দামপাড়া গ্রামের ফজর সাকিদারের ছেলে মোঃ সানাউল সাকিদার আটক করে।
পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১ হাজার ৫’শ ৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো-ট ২২-৫৫৫১) জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৮৩ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/বাখ