ফেনীতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

পিবিএ,ফেনী: শনিবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুজন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার উন নেছা শিউলি, সহকারী কমিশনার (আইসিটি) এন এম আবদুল্লাহ আল মামুন, সককারী কমিশনার সুলতানা রাজিয়া, মোঃ আবদুল ওয়াজেদ, লিজা আক্তার বীথি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফিল, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইফতাখারুল আলম, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, বিটিসিএল এর সহকারী ম্যানেজার ইমরান হোসাইন, জুনিয়র সহকারী ম্যানেজার তোফায়েল আহমেদ, খগেন্দ্র কুমার দাস, মোঃ শাহা আলম, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, আবদুল কাইয়ুম, ফেনী ডাক বিভাগের সহকারী হিসাব রক্ষক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, ফুলগাজী উপজেলার আইসিটির সহকারী প্রোগ্রামার আছমা আক্তার, জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ সহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক গন।

প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজজামান বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তিতিতে ব্যাপক উন্নয়ন করেছে, বিশ্ব এখন হাতের মুঠোয়। এখন শহর আর গ্রামের মধ্যে কোন তফাত নেই, মূহূর্তের মধ্যে অজ পাড়াগা থেকে ও বিশ্বের যে কোন দেশের সাথে যোগাযোগ করা হয়।

দিবসটি উপলক্ষে রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনার শেষে রচনা ও সাধারণ জ্ঞান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

পিবিএ/জেডকে/হক

আরও পড়ুন...