ফেনীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

পিবিএ,ফেনী: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় গভীর রাতে র‍্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ২ মাদক ব্যবসায়ী।নিহতদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা এবং অস্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ চট্রগ্রামের উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিবিএ’কে জানান,গভীর রাতে ফতেহপুর রেলক্রসিং এলাকায় র‍্যাবের সাথে মাদক বিক্রেতাদের গুলি বিনিময় হয়।
এসময় গুলিতে ২ মাদক ব্যাবসায়ী নিহত হয়। নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। সে কুমিল্লা জেলার বাংগুডা গ্রামের মাহবুবুল হাসান রুবেল তার পিতার নাম হাবিবুর রহমান।
অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ঘটনাস্থলে নিহতদের কাছ থেকে হটপটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবা এবং একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটারগান, বেশ কিছু গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পিবিএ/এমকে/হক

আরও পড়ুন...