ফেন্সিডিলসহ পুলিশ ট্যাগ লাগানো গাড়ি জব্দ, আটক ১

ফেন্সিডিলসহ পুলিশ ট্যাগ লাগানো গাড়ি জব্দ, আটক ১

পিবিএ,জয়পুরহাট: প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে সাইরেন বাজিয়ে ভারতীয় ফেন্সিডিল বহনের সময় বিপুল পরিমান ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে র‌্যাবের একটি অপারেশান দল। (২০ নভেম্বর) বুধবার আটককৃ বেক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অপরেশান দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ”পিপিএম-সেবা” জানান, আমাদের গোপন সোর্সের তথ্যর ভিত্তিতে (১৯ নভেম্বর) সন্ধারাতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর নের্তৃত্বে র‌্যাবের একটি অপারেশান দল জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লিখা স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে চালেঞ্জ করে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে মোট ৬৬৫ বোতল ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল সহ প্রাইভেট কারটি ও জব্দ করা হয়। এসময় প্রাইভেটকারে ফেন্সিডিল বহনের অভিযোগে হাতেনাতে আব্দুল হালিম (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বলে প্রাথমিক অবস্থায় র‌্যাবের কাছে তথ্য দিয়েছে। র‌্যাবের ঐ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আব্দুল হালিম র‌্যাবের কাছে শিকার করে বলেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে উক্ত প্রাইভেট কারে পুলিশ লিখা স্টিকার ও সাইরেন ব্যবহার করে পাশ্ববর্তী দেশ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ্যভাবে ফেন্সিডিল সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের ঐ কর্মকর্তা।

পিবিএ/ইউনুস আলী/এমআর

আরও পড়ুন...