ফেন্সিডিলসহ ৮ মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব

পিবিএ,ঢাকা: র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর উত্তরা হতে কাঁঠাল বোঝাই ট্রাক থেকে ৭১৮ বোতল ফেন্সিডিলসহ ৮ জন মাদক চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে। উত্তরায় র‌্যাব -১ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, গোয়েন্দা সূত্রে জানতে পারা যায় যে, দিনাজপুর জেলার বিরামপুর হতে কাঁঠাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে।

মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ট্রাকটির গতিবিধি অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে র‌্যাব-১ এর দলটি রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে মাদক দ্রব্য বহনকারী ট্রাকের অবস্থান সনাক্ত করে এবং গাড়ি তল্লাশী করে ৭১৮ বোতল ফেন্সিডিলসহ ৮ মাদককারবারীকে আটক করে। সেই সাথে ১টি ট্রাক ও ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...