ফেরাউন আমলের অর্ধশত মমি আবিষ্কার! (ছবি সহ)

পিবিএ,ডেস্ক: মিসরীয় প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ কায়রোর মিনইয়া অঞ্চল থেকে ফেরাউনের আমলের অর্ধশত মমি আবিষ্কার করেছেন।

mummy-1. PBA

খ্রিস্টপূর্ব ৩০ থেকে ৩২৩ সালের টেলিমেইক আমলের এসব মমির মধ্যে ১২টিই শিশুর। প্রত্নতাত্ত্বিক এলাকা টুনা এল-গেবেলে ৯ মিটার গভীর চারটি সমাধিতে এসব শিশুর মমি ছিল।

mummy-1. PBA

মিসরের পুরাতত্ত্ব বিভাগের সেক্রেটারি জেনারেল মুস্তফা ওয়াজিরি বলেন, তবে এসব মমির পরিচয় এখনও জানা যায়নি।

mummy-1. PBA

তিনি বলেন, হায়ারোগ্লিফিকসে লেখা নামগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। মমি করার পদ্ধতি থেকে এটি পরিষ্কার যে সমাধিতে পাওয়া এসব মমিতে আভিজাত্য রয়েছে।

mummy-1. PBA

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ পর্যটকরা উদ্ধার হওয়া মমির স্থানে গিয়ে জড়ো হয়েছেন। তবে মমি আবিষ্কারের ঘোষণা দেয়ার অনুষ্ঠানে অন্তত ৪০টি প্রদর্শন করা হয়েছে।

mummy-1. PBA

মিনইয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণা কেন্দ্রের যৌথ মিশনে এসব মমি উদ্ধার করা হয়। চলতি বছরে এটিই ছিল প্রথম কোনো মমি আবিষ্কারের ঘটনা।

পিবিএ/এফএস

আরও পড়ুন...