ফেরিতে যৌথ অভিযানে জরিমানা

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে যৌথ অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্ধামালতী ফেরিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মিনারেল ওয়াটার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই ধারায় বনলতা ফেরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,জেলা-উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম পিবিএকে জানান, সন্ধামালতী ফেরিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মিনারেল ওয়াটার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ধারায় বনলতা ফেরিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ভুমি। মোট ২ টা ফেরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...