পিবিএ,ঢাকা: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তারা চাইছে এ দফায় সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানো হোক।
কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিইআরসি গণশুনানি করার পরিকল্পনা করছে। আগামী মাসে দাম বাড়ানোর বিষয়ে এই গণশুনানি হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে সরকার। সংশ্লিষ্টদের ধারণা, জাতীয় নির্বাচনের কারণে তখন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার।
জানা গেছে, নতুন প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে বাসাবাড়ির দুই বার্নার চুলার বিল ৮০০ থেকে বেড়ে ১২০০ টাকা হবে। এক বার্নারের দাম ৭৫০ থেকে বেড়ে এক হাজার টাকা হবে। এ ছাড়া দাম বাড়বে বিদ্যুৎকেন্দ্র, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। তবে সবচেয়ে বেশি দাম বাড়তে পারে বিদ্যুৎ, সার ও সিএনজি গ্রাহকদের।
পিবিএ/এফএস