ফের তাপদাহ,চলবে আরও দুই-তিন দিন

পিবিএ ডেস্ক: ঘূর্ণিঝড় ফনির প্রভাব কেটে যাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র মাত্রার তাপদাহ বইছে। এরমধ্যে যশোর অঞ্চলে তাপদাহ সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুরু হওয়া তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানান, সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এই তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলগাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় পারদ উঠেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টির আভাস রয়েছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...