গত কয়েক দিন ধরেই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই খেলা। তবে গত ২৯ সেপ্টেম্বর খেলা চলাকালীন অংশগ্রহণকারী তারকাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় খেলা। তবে আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবারও এই খেলা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আবারও খেলাটি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসের ১৫-২০ তারিখের মধ্যে যেকোনো একটি দিনে খেলাটি চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব দলের ক্যাপ্টেনের সঙ্গে জিনেক্সট আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।
যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে তদন্তের স্বার্থে কোনো থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
এ ঘটনায় পালটাপালটি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসে আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।