নাজমুল হুসাইন,ইবি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। টাঙ্গাইল থেকে কুষ্টিয়া যাওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর মির্জানগর ভাটার মোড়ে বিআরটিসি বাস চাপায় তিনি ইন্তেকাল করেছেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম খালিদ বিন কুদ্দুস। সে বিশ্ববিদ্যালয়ের ‘আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার টাঙ্গাইল ডাকঘরের আদি টাঙ্গাইল গ্রামের আব্দুল কদ্দুছ আনোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানায় যায়, মিরপুর বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে জ্যাম বাঁধলে তিনি বাস থেকে নেমে যান পাশের এক দোকানে। জ্যাম ছাড়লে তৎঘড়ি করে খালিদ বিন কদ্দুস বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন। ঘটনাস্থলে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার স্বজনদের খবর দিয়েছেন বলে তিনি জানান।
এর আগে একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিব হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শুক্রবার (০৬ মে) রাত ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।