ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিবিএ,ফরিদপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে ফরিদপুরের বিভিন্ন রাজনীতিক, ব্যাবসায়ী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার চালানো এবং হিন্দু সম্প্রদায়কে উদ্ধেশ্য করে নানা পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে প্রবীর সিকদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা ইউনিট আয়োজিত মানববন্ধন থেকে প্রবীর সিকদারকে ফেসবুক সন্ত্রাস বলে অভিহিত করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলাছাড়াও নয়টি উপজেলার কয়েকশত মুক্তিযোদ্ধা অংশ নেন।

এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ভবকুল ফয়েজ শাহনেওয়াজ, বোয়ালমারীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমীখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবীর সিকদার ফেসবুকে নাান অপপ্রচার চালিয়ে আওয়ামীলীগের স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিকসহ স্থাণীয় অনেকের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। প্রবীর সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানান তারা।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...