ফেসবুকে পোস্ট করলেই বিপদ

পিবিএ ডেস্কঃ ব্যক্তিগত মতামত, পরামর্শ, তথ্য, প্রতিবাদ এ সব কিছুই ফেসবুকে তুলে ধরতে ভালোবাসেন অনেকে।

ফেসবুকে নিরন্তন পোষ্ট হতে থাকে গুচ্ছ ছবি কখনো সেলফি, কখনো গুরুপ ফটো। আবার দেশের নানা পরিস্থিতি নিয়ে মন্তব্য করছেন। কিন্তু ফ্রেন্ডলিস্টের বন্ধুরা ছাড়াও এই ছবি বা এই কমেন্টসের দিকে নজর রাখছে তৃতীয় চোখ।উন্নত প্রযুক্তির মাধ্যমে সব পোস্টে চালানো হচ্ছে নজরদারি। ফেসবুক যদি মনে করে, কোনো তথ্য বা খবরের সত্যতা নেই, সেক্ষেত্রে সেই পোস্টটি নিজে থেকেই সরিয়ে দিচ্ছে ফেসবুক।

রাজনৈতিক দল নিয়ে কোনো ইউজারের ব্যক্তিগত মতামতের পোস্টকেও আলাদাভাবে দেখছে ফেসবুক। তবে সতর্ক থাকতে হবে আপনাকেও। কোনো খবর পোস্ট করার আগে তার সূত্র ও সত্যতা অবশ্যই যাচাই করে নিন।

পিবিএ/এম এস

আরও পড়ুন...