পিবিএ,ফরিদপুর: ফরিদপুর শহরের আলীপুর এলাকার রওশন খাঁ সড়কের একটি পরিতাক্ত চারতলা ভবনের চতুর্থ তলায় অপহরন করে আটকে রাখার অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে উদ্ধার করে। এসময় ওই যুবককে অপহরণ করে আটকে রাখার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করা হয়।
বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় ফরিদপুর ডিবি পুলিশ। ওই যুবককে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার নামে ওইস্থানে এনে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপন দাবী করা হয় বলে অভিযোগ রয়েছে।
ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, জেলার সালথা উপজেলা থেকে মঙ্গলবার দুপুর একটার দিকে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক শহরে আসে তার সাথে ফেসবুকে পরিচিত একটি মেয়ের সাথে দেখা করার জন্য। তিনি শহরে এসে মেয়েটিকে ফোন দিলে মেয়েটি তার পরিচিত অন্তর ও হাসান নামে দুই যুবককে পাঠায় তাকে নিয়ে যেতে। এরপর তারা তাকে নিয়ে গিয়ে রওশন খাঁ সড়কের একটি চারতলা পরিতাক্ত ভবনে আটক করে রাখে। আটককৃত অবস্থায় যুবকের মোবাইল থেকে তার আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে তার মুক্তিপন দাবী করে। তিনি জানান, ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিবির দল নিয়ে ওই ভবনে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় চারজনকে আসামী করে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মামলা নং ২৯/১৯।
পিবিএ/এমআইটি/হক