ফেসবুকে বিকৃত ছবি প্রকাশের দায়ে বরিশালে আটক ১

Press - 2 (RAB-10)-PBA 02

পিবিএ,ঢাকা: জাতীয় নেতৃবৃন্দ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিকৃত ছবি প্রকাশ করার দায়ে বরিশালে মোঃ নজরুল ইসলাম (৩৫) কে আটক করেছে র‌্যাব -৮ । ১৩ফেব্রুয়ারি বুধবার র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকার সময় বরিশাল জেলার মূলাদী বাজারের ব্রীজের গোড়ার উত্তর পাশে নজরুল ইসলামের ভাড়া করা টিনের তৈরি “নোমান পাখি ঘর” দোকানে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযান পরিচালনা করে নজরুল কে গ্রেফতার করা হয়। নজরুল স্থানীয় আব্দুল গণি হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল এবং ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতেআো বলা হয়, তার নিজ নামীয় ফেসবুকআইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ জাতীয় নেতৃবৃন্দ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে বিভিন্ন কুৎসামূলক, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিল। এছাড়া নির্বাচনের পূর্ব মুহুর্তে নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন ধরণের বক্তব্য প্রকাশ করেন। তার ফেইসবুকের মাধ্যমে উপরোক্ত বিকৃত ছবি এবং বক্তব্য শেয়ারের মাধ্যমে অপপ্রচার করে আসছে।

পিবিএ/হক

আরও পড়ুন...