সাংবাদিকদের সাথে গুইমারায় জামায়াতের মতবিনিময়

‘ফ্যাসিস্ট সরকারের হাতে কেউ নিরাপদ ছিলো না’

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেনে উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম।

ফ্যাসিস্ট সরকারের হাতে কেউ নিরাপদ ছিলো না উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দরা বলেছেন,

রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক ও সাংবাদিকসহ কেউ নিরাপদ ছিলোনা বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকালে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি তিন জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে মন্তব্য করে প্রত্যেক শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান।

একই সাথে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের শিশু সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংবাদিক সমাজসহ নির্যাতিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিলো আছে থাকবে ইনশাআল্লাহ।

বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। সাংবাদিক সমাজকে মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি সাংবাদিকদের জাতীর বিবেক উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক সমাজের সহায়তা চান জামায়াত নেতারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, গুইমারা উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মঈন উদ্দিনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...