পিবিএ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত বেশ কিছু উদ্যমী তরুনদের অক্লান্ত প্রচেষ্টায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা করলো Dream Linkerz নামক অংশীদারীত্ব মূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অভারভিলাস্থ অপিউরা কনভেনশন হলে এক মনোরম পরিবেশে প্যারিসের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে খোলামেলা আলোচনা করে প্রতিষ্ঠনটির উদ্যোক্তারা।
ডেপুটি হেড অফ কমিউনিকেশন আজাদ আহমেদের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর সি.ই.ও আবদুল্লাহ আল মামুন রানা । কেম্পানীর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যখ্যা দেন কোম্পানির ডেপুটি সি.ই.ও মোহাম্মদ আব্দুল কাহার।
আরো বক্তব্য রাখেন হেড অফ ফিনাইন্স সাহেদ আহমদ নাফি, হেড অফ কমিউনিকেশন আতহার মোহাম্মদ রেদওয়ান রাহী, ডেপুটি হেড অফ কমিউনিকেশন এমদাদুর রহমান বুলবুল। গুরুত্বপূর্ণ বক্তব্যের পর কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন Dream Linkarz এর চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেন্টার AFS পরিচালক শাহীন সিরাজুল।ফঁসে আভেক রাব্বানির পরিচালক রাব্বানি খান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফয়ছল আমিন,তাজ উদ্দীন, প্রমুখ ।
পিবিএ/আরআই