পিবিএ,ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে বন্দুকধারীর হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘সানট্রাস্ট’ ব্যাংকে এ ঘটনা ঘটে। এক ব্যক্তি গুলি করে পাঁচজনকে হত্যা করার দাবি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, দুপুর সাড়ে ১২টার পর সান ট্রাস্ট নামের ব্যাংকটিতে শাপেন জেভার নামের ২১ বছর বয়সী এক বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। হামলার ঘটনায় নিহতরা ব্যাংকটির কর্মকর্তা নাকি তাদের গ্রাহক এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে পুলিশ প্রবেশ করার পর লোকটি তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার খবরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রাখলে হামলাকারী এক পর্যায়ে আত্মসমর্পণে বাধ্য হন। হামলাকারীর এখন পুলিশ হেফাজতে রয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।
পিবিএ/এফএস