পিবিএ ডেস্ক : ফের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এবার টার্গেট ছিল ফ্লোরিডা। নিরাপত্তার নজর ফাঁকি দিয়ে বন্দুক হাতে ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায় সে। তাতে প্রাণ হারান ৫ জন।
জানা গেছে, ওই বন্দুকবাজই ঘটনাস্থল থেকে ফোন করে পুলিশকে। গত বুধবার সেই ফোন পেয়েই তত্পর হয় ফ্লোরিডা পুলিশ। জানা গিয়েছে, সন্দেহভাজন বছর একুশের ওই শুটারকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ। প্রথমে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, পরে সে নিজেই আত্মসমর্পণ করে।
কী কারণে সে বন্দুক হাতে এ ভাবে তাণ্ডব চালাল তা এখনো জানা যায়নি। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। ব্যাংক ডাকাতি উদ্দেশ্য ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/জিজি