পিবিএ,জামালপুর: জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির কাছেই খালের পানিতে গোসল করতে নেমে ফারিয়া জান্নাত নামের সাত বছরের এক শিশুর মৃত্যু এবং গুরুতর অসুস্থ ছয় বছর বয়সের আরেক শিশু ফাতেমাকে বকশীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের স্থানীয় দশানী নদীর শাখা একটি খালের পানিতে এ ঘটনা ঘটে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের কৃষক ফয়জুর রহমান আকন্দের মেয়ে ফারিয়া জান্নাত ও একই গ্রামের কৃষক মো. ইসরাফিলের মেয়ে ফাতেমা আজ শুক্রবার সকালে বাড়ির কাছেই দশানী নদীর শাখা খালের পানিতে গোসল করতে নামে। তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের স্বজনরা বেলা সাড়ে ১১টার দিকে ফারিয়া ও ফাতেমাকে ওই নদীতে ভাসতে দেখেন।
পরে গুরুতর অসুস্থ দুই শিশুকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানকার কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. শারমিন সুলতানা শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ আরেক শিশুকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে স্বজনরা।
বকশীগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও ডা. প্রতাপ কুমার নন্দী জানান, শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেক শিশু ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিবিএ/রকিব হাসান নয়ন/এসডি