পিবিএ, গাজাীপুর: ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইন্ট্রামেক্স পোশাক কারখানার পোশাক শ্রমিকরা । তিন মাসের বেতন বকেয়া থাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত থাকে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে, তারা সড়কে বসে পড়ে এবং রাস্তায় অবরোধ করে। এতে ওই সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শহরের শিববাড়ি মোড় পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল থেকে গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় গাজীপুর শহরগামী সাধারণ মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর পর্যন্ত এ বিক্ষোভ চলমান রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
পিবিএ/এএইচ