বখাটের বিচার না হলে আত্মহত্যা করবে রাজশাহী কলেজের ছাত্রী চুমকী

পিবিএ,রাজশাহী: রাজশাহী কলেজের বাংলা বিভাগের ৪র্থ বর্ষরের ছাত্রী চুমকীকে পিটিয়ে আহত করেছে চারঘাট উপজেলা কুঠিপাড়া গ্রামের এক যুবক। গতকাল মঙ্গলবার সকালে চারঘাট মডেল থানায় বাদি ও বিবাদি উভয় পক্ষের মামলা রুজু হয়েছে। থানা পুলিশ সূত্র মতে অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।

উপজেলার কুঠিপাড়া গ্রামের মুনছারের ছেলে হৃদয় (২২) পারিবারিক জেরে বাঁসের লাঠি দিয়ে কলেজ ছাত্রীর মাথায় আঘাত করে রক্তাত্য করেছে ওই বখাটে। পরে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহত ছাত্রী চুমকী ও তার “মা” মায়া বেগম জানান, হৃদয় (কথিত আত্মিয়) আমজেদ ডিম ব্যবসায়ীর হোন্ডা নিয়ে উশৃঙ্খলভাবে চলাফেরা করে এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করে। গতকাল মঙ্গলবার পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মুনছারের পরিবারের সকল সদস্য মিলে ছাত্রীর পরিবারের লোকজনদের বেশ মারধর করে।

আহত ছাত্রী চুমকি বলে, সম্প্রতী করোনা ভাইরাসের কারনে কলেজ বন্ধ হয়ে গেছে। যার দরুন সে তার নিজ গ্রামের বাড়ি কুঠিপাড়ায় বেড়াতে এসেছে। পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় বাসঁ দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে (মাথায় ৬টি সেলায় লেগেছে)। ওই বখাটে ছেলের “খালা” ৪ নং ওর্য়াডের মহিলা কাউন্সিলর শেফালি বেগম, বখাটের মা শিউলি বেগম, ছেলে হৃদয় এবং সকল পরবারের সদস্য এবং অর্থের প্রদর্শন ক্ষমতা দেখিয়ে বলে তাদের কিছুই করতে পারবে না থানা পুলিশ। পরিশেষে কলেজ ছাত্রী দাবি করে বলে, ওই বখাটে হৃদয়ের বিচার না হলে সে আত্মহত্যা করবে।

সার্বিক বিষয়ে চারঘাট মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, গতকাল তারা থানায় এসে একটি অভিযোগ করেছে। অভিযোগটি তার কাছে আছে। তবে ঘটনাটি তুচ্ছ, ওই নারীর মাথায় ২টি শেলায় দেয়া হয়েছে। অভিযোগ পত্রটি আজ বুধবার ওসি সমিত কুমার কুন্ডুর কাছে জমা দেয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ওসি সাহেব সিন্ধান্ত নিবেন।

পিবিএ/ ওবায়দুল ইসলাম রবি/এমএসএম

আরও পড়ুন...