পিবিএ,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পূর্ব শত্রুতা জের ধরে বাবর আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বান্নি মেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন নারুলী ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন। নিহত বাবর আলী বগুড়া সদরের নারুলী আকাশতারা এলাকার মৃত রমজান আলী সাকিদার পুত্র।
পুলিশ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বাবর আলীর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।
নিহত বাবর আলীর মেয়ে বিনা জানায়, আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে মুদি দোকান থেকে বাড়িতে ফেরার পথে আমাদের বাড়ির সামনে থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত আমার বাবাকে তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে। আমার বাবার সঙ্গে দুর্বৃত্তদের পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না।
এ ব্যাপারে নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে বাবর আলী নামে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।