পিবিএ,শেরপুর বগুড়া: বগুড়া শেরপুরের উপজেলা কৃষক লীগের উদ্যোগে শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসায় থেকে উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের হাতে ১০০০ বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর – ধনুট এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আহসান হাবীব আম্বিয়া, আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আইয়ুব খান, উপজেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা লিটন, বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি