বগুড়াবাসীর সুখ দুঃখের অংশীদার হতে চাই: বগুড়া-৬ স্বতন্ত্র প্রাথী মো: মিনহাজ

পিবিএ, মালয়েশিয়া: আমার সর্বশক্তি ও মেধা দিয়ে বগুড়াবাসীর সার্বিক উন্নয়ন করতে চাই। প্রবাসে থেকেও আমি বগুড়াবাসীর কল্যাণে কাজ করেছি জনকল্যাণ কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমি বগুড়াবাসীর সুখ দুঃখের অংশীদার হতে চাই তাদের পাশে দাঁড়াতে চাই। আমি দেশের ন্যায় প্রবাসেও অনেক জনকল্যাণ মূলক কাজ করেছি। প্রবাসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। শহীদ জিয়ার আদর্শের সৈনিক।বগুড়া ০৬ আসন থেকে প্রতিবছর বিএনপিরজয়লাভ করে পরে এই আসনে বাহির থেকে বিএনপি প্রাথী দেয় যা কাম্য নয়।

তাই আমি চিন্তা করেছি আমি যেহেতু বগুড়ার সন্তান বিগত সময়ে তাদের সুখে দুঃখে পাশে ছিলাম বিএনপি থেকে প্রাথী হতে পারিনি তাই বগুড়াবাসীর অনুরোধে স্বতন্ত্রপ্রাথী হয়েছি । তাই আমি মনে করি জনগণের সেবা করা এক ধরণের এবাদত। তাই বগুড়া বাসি আমাকে সহযোগিতা করলে আমি নির্বাচনে ইনশাআল্লাহ জয়ী হব।

বুধবার কুয়ালালামপুরের বুকিটবিনতানের রেটুরেন্ট আরাবেলা বগুড়া-৬ (সদর) শূন্য আসনে নির্বাচনে আপেল মার্কার স্বতন্ত্র প্রাথী ,বিশিষ্ট ব্যাবসায়ী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মিনহাজ মন্ডল এই কথা বলেন।

শেখ আসাদুজ্জামান মাসুম এর অনুষ্ঠান পরিচালনায় বগুড়া ৬ (সদর) শূন্য আসনে নির্বাচনে আপেল মার্কার স্বতন্ত্র প্রাথী ,বিশিষ্ট ব্যাবসায়ী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মিনহাজ এর সৌজন্য সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মঞ্জু খাঁ ,নাসির খান ,মোহাম্মদ বশির আলম ,এম এ কালাম ,নাসির মোল্লা আরো অনেক নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে বাংলাদেশের জনপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...