বগুড়ায় ভুল চিকিৎসায় গৃহবধুর হাতে পচন

পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গৃহবধু হাতে পচন হওয়ার ঘটনায় ১১ মে শনিবার দুপুরে গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম বাদি শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দরিমুকুন্দ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেহেনা বেগমের দাতের সমস্যা নিয়ে গত ২০ এপ্রিল শেরপুর শহরের হাটখোলা রোডের সীমান্ত ফার্মেসীতে দন্ত প্রশিক্ষনপ্রাপ্ত সুনীল বিশ্বাসের কাছে যায়।

ভুল চিকিৎসায় গৃহবধুর হাতে পচন
ভুল চিকিৎসায় গৃহবধুর হাতে পচন

সুনীল বিশ্বাস দাতের ব্যাথা কমানোর জন্য রেহেনা বেগমের ডান হাতে একটি ইনজেক্শন পুশ করে। তারপর থেকে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে রেহেনা বেগমের হাতে পচনের সৃষ্টি হওয়ায় গত ৮ মে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার বলেন যে সে আশংকামুক্ত নয় এবং তার হাতের অপারেশন করতে হবে।

এতে অনেক টাকা ব্যায় হবে। এ ঘটনায় ১১ মে শনিবার দুপুরে রেহেনার স্বামী রফিকুল ইসলাম বাদি হয়ে সুনীল বিশ্বাসের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে দন্ত প্রশিক্ষনপ্রাপ্ত সুনীল বিশ্বাস পিবিএকে বলেন, আমি তাকে একটি ব্যাথার ইনজেকশন দিয়েছিলাম। সেই ইনজেকশনটি এ্যাবসেস হয়েছে মাত্র। এর চেয়ে বেশী কিছু না। এখন আপনারা যা পারেন করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এবিএস/আরআই

আরও পড়ুন...