পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রাঙ্গণে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান।
উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক কুমার সরকার প্রমুখসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, শেরপুর থানা পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, ইউপি সচিব এসোসিয়েশন(বাপসা), নেসকো, এনজিও আশা সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি