পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ৪শ পিস ইয়াবাসহ সাইদি হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টার সময় শেরপুর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সাইদি শাজাহানপুর উপজেলার জামুন্না গোবিন্দপুর এলাকার হায়দার আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানায়, সোমবার সন্ধ্যা ৭টার অভিযান চালিয়ে সাইদিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪’শ পিস ইয়াবা, দুইটি সীম একটি মোবাইল, একটি মোটরসাইকেলসহ নগদ ২ হাজার ৭০০ টাকা পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি