পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে গত শনিবার সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় শিশু আঁখিমণি (৯) ও নববধূ মরিয়ম খাতুন (১৮) এর আত্মহত্যাজনিত ঘটনা ঘটেছে। শিশু আঁখি উপজেলার চকখাগা স্বরোপাড় গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও মরিয়ম খাতুন ছোনকার নাছির হোসেরেন মেয়ে।
জানা য়ায়, উপজেলার খানপুর ইউনিয়নের চকখাগা সরোপাড় গ্রামের আব্দুর রাজ্জাকের ৯ বছর বয়সী মেয়ে আঁখিমণি ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘরের ভেতরে তার ছোট ভাই তাইজুলকে নিয়ে গামছা দিয়ে ফাঁস ফাঁস খেলা করছিল। খেলার এক পর্যায়ে ছোট ভাইকে আখি মনি গলায় ফাঁস দিয়ে ঝুলে দেখাতে গিয়ে সে মারা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একইদিন দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের নাছির হোসেনের মেয়ে মরিয়ম খাতুন তার পিতার ঘরের তীরের শাড়ির আচল পেঁচিয়ে আত্মহত্যা করে। মরিয়মের গত ১মাস পূর্বে পার্শ্ববর্তী সীমাবাড়ী ইউনিয়নের ধনকু গ্রামে বিয়ে হয়। এরপর গত বৃহস্পতিবার সে পিতার বাড়িতে বেড়াতে আসে। তবে কি কারণে মরিয়ম খাতুন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার সত্যতার স্বীকার করে বলেন- আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি