পিবিএ, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে শেরুয়া এলাকায় সাংবাদি শহিদুল ইসলাম শাওনের বাসায় গত ৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের বিছানা ও আসবাবপত্র তছনছ করে প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে শেরপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, এবি নিউজ ২৪ ডট কমের শেরপুর বগুড়া প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম শাওনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, বাসা তালাবদ্ধ করে ব্যবসায়িক কাজে নিকটবর্তী চাতালে গিয়েছিলেন তিনি। বাসায় কেউ না থাকায়, এই সুযোগে চোর বাসার ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। বাসার রুমগুলো তালাবদ্ধ পাওয়ায় সেলিং এর উপর দিয়ে প্রত্যেকটি রুমে গিয়ে আসবাবপত্র এবং কাপড়-চোপড় তছনছ করে নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। ২-৩ ঘন্টার ব্যবধানে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরে গেটের তালা খুলতে গিয়ে তিনি চুরির বিষয়টি টের পান।
ঘটনার পরপরই শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির এ ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/এবিসি/জেডআই