পিবিএ, শেরপুর ,বগুড়া: আনন্দঘন পরিবেশে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় শেরপুর পৌর শহরের স্যানালবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শেরপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি দীপক কুমার সরকার, সহ-সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আরিফুজ্জামান হীরা, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, নির্বাহী সদস্য ইউনুস আলী, নজরুল ইসলাম ও পরিমল বসাককে শপথ পাঠ করান শেরপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো।
অনুষ্ঠানে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে ও নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি‘র বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক আলহাজ¦ জানে আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান কে.এম. মাহবুবার রহমান হারেজ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ আমজাদ হোসেন মিন্টু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু। অনুষ্ঠানে বরেণ্য অতিথিদেরকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে বরণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভূট্টো, সদস্য সচিব সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সদস্য মোজাফ্ফর আলী, শফিকুল ইসলাম, জিয়াউদ্দিন লিটনসহ নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
পরে কন্ঠ শিল্পী আবুল হোসেন আকাশের সঞ্চালনায় শেরপুরের নৃত্যাঞ্জলী আর্টস একাডেমীর জমকালো নৃত্যানুষ্ঠানের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে ডার্ক লাইট, স্বরমালিকা সংগীত নিকেতনের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা সংগীত পরিবেশন করেন। এসময় হাজার হাজার সংগীত পিপাসুরা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
পিবিএ/এবিসি/হক