বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

পিবিএ,শেরপুর: উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসীল অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়। শেরপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ইং এ এবার কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরিতে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

১১ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শরীফ (দৈনিক আমাদের সময়), অর্থ বিষয়ক সম্পাদক পদে বাদশা আলম (দৈনিক খোলা কাগজ) এবং নির্বাহী সদস্যের ৩টি পদে ইউনুস আলী (দৈনিক আমাদের অর্থনীতি), নজরুল ইসলাম (ভয়েস অফ এশিয়া), পরিমল চন্দ্র বসাক (দৈনিক আমাদের বার্তা) জয়লাভ করেন। অপরদিকে সভাপতি পদে দীপক কুমার সরকার (রেডিও বগুড়া’র সম্পাদক ও ডেইলি ট্রাইব্যুানাল), সহ-সভাপতি পদে নাহিদ হাসান রবিন(প্রতিদিনের সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন জুম্মা (দৈনিক ঢাকা প্রতিদিন ও সময়ের কন্ঠস্বর) সাংগঠনিক সম্পাদক পদে সৌরভ অধিকারী শুভ (দৈনিক ভোরের পাতা), সাহিত্য-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ(দৈনিক আজকালের খবর) এবং দপ্তর সম্পাদক পদে বাঁধন কর্মকার কৃষ্ণ (আনন্দ টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকা, পৌর সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা বেগম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মাহবুবার রহমান হারেজ, শহীদুল ইসলাম বাবলু, বিএএইচএম কামরুজ্জামান রাফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি প্রমূখ।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভূট্টো, সদস্য সচিব সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সদস্য মোজাফ্ফর আলী, জিয়াউদ্দিন লিটন, প্রভাষক শফিকুল ইসলাম শফিক সহ প্রিজাইটিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভূট্টো বিকেল ৫টায় নির্বাচনী ফলাফল ঘোষণাকালে বলেন, সাংবাদিক সংগঠন শেরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...