বগুড়ায় অটোরিকশা-কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

এইচ আলিম, পিবিএ, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে। শনিবার বিকেলে ৫টায় আদমদীঘি উপজেলায় মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদিঘি ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ভর্তি করে দেয়।

নিহতরা হলেন, আদমদীঘির উপজেলার নশরৎপুর ইউনিয়নের শ্যামল সহন (৫৫), দুপচাঁচিয়ার উপজেলার আফজাল হোসেন (৪৫) ও সান্তাহার এলাকার শহীদুল ইসলাম (৬৫)।

স্থানীয়রা জানায়, আদমদীঘি থেকে একটি অটোরিকশা মুরইলের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে অপর একটি প্রাইভেট কার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে করে হাসপাতালে নেওয়ার পথে শ্যামল মারা যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অটোরিকশা চালক আফজাল ও শহীদুল ইসলাম নামের আরেকজন মারা যায়। হাসপাতালে
প্রাইভেট কারের দুই জন চিকিৎসাধীন রয়েছে।

বগুড়ার আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ৩ জনের মৃত্যুর বিষয়টি পিবিএ’কে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা সিএনজি ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছেন। র্দুঘটনায় অটোরিকশা চালকও নিহত হয়েছে। প্রাইভেট কারের দুই যাত্রীর অবস্থাও সংকটাপন্ন।

পিবিএ/জেডআই

 

 

আরও পড়ুন...