বগুড়ায় অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সম্মাননা

পিবিএ,বগুড়া: বগুড়া জেলায় অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সম্মাননা প্রদান করা হয়েছে এবং এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বি-স্কিলফুল প্রকল্প, সহযোগী প্রতিষ্ঠানের সাথে মিলিতভাবে কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণ, চাকুরী এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে অপ্রাতিষ্ঠানিক খাতে বিদ্যমান প্রতিষ্ঠান সমূহের নিয়োগকারীদের অবদানের স্বীকৃতি দেয়ার বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়া শহরের হোটেল মম-ইন এ বিভিন্ন পেশার প্রায় ৩০০ জন দোকান মালিক এই অনুষ্ঠানে যোগদান করেন। এদের মধ্যে ছিলেন, টেইলার, প্লাম্বার, বিউটিশিয়ান, ব্লক-বাটিক, মোবাইল ফোন টেকনিশিয়ান, ইলেক্ট্রিক্যাল হাউস ওয়ারিং টেকনিশিয়ান, গার্মেন্টস মেশিন অপারেটর, রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান, মোটর সাইকেল মেকানিক ইত্যাদি পেশায় নিয়োজিত ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোশতাক হাসান, এনডিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও বিসিকের পরিচালক মাহবুবুর রহমান, আইএস- আইএসসি এর চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন, স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, নাসিব বগুড়ার প্রেসিডেন্ট টি.জামান নিকেতা, প্রোগ্রাম ম্যানেজার ইনকাম এন্ড ইকোনমিক ডেভলপমেন্ট এম্বাসি অফ সুইজারল্যান্ড ইন বাংলাদেশ আমিনা চৌধুরী, বি-স্কিলফুল সুইসকন্ট্যাক্ট, সুইস এজেন্সী ফর ডেভলপমেন্ট এন্ড কোপারেশন (এসডিসি) মতিউর রহমান, বিডাব্লিউসিসিআই জেলা প্রতিনিধি ফেরদৌসী বেগম এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, সুইসকন্ট্যাক্ট, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা যা ১৯৭৯ সাল থেকে বাংলাদেশে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বি-স্কিলফুল প্রকল্প, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডিসি ও ইউরোপীয় ইউনিয়ন এর যৌথ অর্থায়নে সুইসকন্ট্যাক্ট দ্বারা বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য হল ৪০,০০০ দরিদ্র ও অনগ্রসর নারী ও পুরুষকে ট্রেনিং এর মাধ্যমে শ্রম বাজারে প্রবেশের সুযোগ ও আয় বৃদ্ধি করা এবং কর্মক্ষেত্রে তাদের মৌলিক অধিকারসমূহের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা। বি-স্কিলফুল, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর এবং যশোর জেলায় স্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

পিবিএ/এইচএ/এমএসএম

আরও পড়ুন...