পিবিএ,বগুড়াঃ জেলার ধুনট উপজেলার রাঙ্গামাটি পশ্চিমপাড়া (ঝাঁঝর ঘাট) এলাকার বাঙ্গালী নদি থেকে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। সেখান থেকে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জন সম্মুখে এমন অবৈধ বালু উত্তোলনের ব্যবসা চললেও বরাবরই নীরব ভূমিকা পালন করে আসছে উপজেলা প্রশাসন।
সরজমিনে জানা যায়, রাঙ্গামাটি গ্রামের কুমারখালী এলাকার মৃত আজিজার রহমান মন্ডলের ছেলে সাহেদ আলী মন্ডল তার সহযোগি এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রিপন আহম্মেদ, প্রতিবেশি আলিম ও মিঠুকে নিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তি ঝাঁঝর ঘাট এলাকার বাঙ্গালী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে। সেখানে প্রতিদিন ৬শ টাকা দর হিসেবে ৭০ থেকে ৮০ ট্রাক বালি বিক্রি করা হয় । নদী ঘাটে বালু পরিবহনের ট্রাক ও ট্রলী যাতয়াতের কারণে আশেপাশের সড়ক গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে যেকোন মুহুর্তে দুর্ঘটনার শিকার হতে পারে এ আশংকায় উদ্বিগ্ন অভিভাবকগন। দ্রততম সড়কে অকিরিকাত যান চলাচল করায় সড়ক দুর্ঘটনার প্রবনতা বেড়েই চলছে দিনদিন।
স্থানীয় সচেতন লোকজন জানান নদী থেকে যদি দ্রুত বালু উত্তেলন বন্ধ না হয় তাহলে চলাচলের একমাত্র সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি বিলিন হতে পারে। এভাবে অবৈধ বালি উত্তোলনের দ্রুত প্রতিকার ও আইনী ব্যবস্থা চান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান রাঙ্গামাটির ঝাঁঝড় এলাকায় বাঙ্গালী নদী থেকে বালি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/এনএ/হক