বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

bogura-highway-break-PBA

পিবিএ,বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে রনবাঘা বাজারে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার ( ২৯ জানুয়ারি) সকাল থেকেই সড়ক ও জনপদের স্টেট ও আইন কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এ উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আখতার, উপ-বিভাগীয় প্রকৌশলী মল্লিক রাশেদুল বারী ইবনে কুদ্দুস, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন, কুন্দারহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজল কুমার নন্দী প্রমুখ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়ক ও জনপদের আওতায় যে সকল অবৈধ স্থাপনা আছে তা সবগুলোই অপসারণ করা হবে। যতদিন পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হবে ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...